আমাদের প্রকল্পসমূহ

মেঘনাবাসী প্রিমিয়ার লীগ (এমপিএল) সিজন-০৩

<br />
<b>Notice</b>:  Undefined index: title in <b>/home/amramegh/public_html/resources/views/projects/show.php</b> on line <b>27</b><br />

মেঘনাবাসী প্রিমিয়ার লীগ (সিজন-২) ৯ই মার্চ ২০১৮ তে শেষ হওয়ার পর জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে উপদেষ্টাদের সিদ্ধান্ত অনুযায়ী সে বছর আর সিজন-৩ করা হয়নি। তা নিয়ে খেলাপ্রেমী ও ক্রীড়ামোদী মেঘনাবাসীদের মধ্যে নানান আলোচনা-সমালোচনার শুরু হয়। অনেকেই ধরে নিয়েছিলো এমপিএল বুঝি আর হচ্ছেনা। আয়োজকদের মধ্যেও একটা গা ছাড়া ভাব চলে এসেছিলো। কিন্তুু খেলাপ্রিয় ভাইদের অধিক আগ্রহ, এমপিএল নিয়ে মেঘনাবাসী তরুনদের উন্মাদনা আয়োজকদের আরোও উৎসাহিত করে। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেলিনা-শহিদ ফাউন্ডেশনের সৌজন্যে তৃতীয় বারের মতো আয়োজিত হয় মেঘনাবাসী প্রিমিয়ার লীগ (সিজন-৩).. পূর্বের নিয়ম অনুযায়ী ৮ টি ইউনিয়ন থেকে ৮ টি টিমের অংশগ্রহণে ২৮ই ডিসেম্বর মানিকার চর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জমকালো উদ্বোধনীর মাধ্যমে পর্দা উঠে মেঘনাবাসী প্রিমিয়ার লীগ (সিজন-৩) এর। এম পি এল (সিজন-৩) এ আয়োজকদের জন্য সবচেয়ে বড় সাফল্য ছিলো একটি ভেন্যুতে না রেখে কয়েকটি ভেন্যুতে খেলার আয়োজন করে সমগ্র মেঘনা জুড়ে খেলার উন্মাদনা ছড়িয়ে দেওয়া। সেই চিন্তা থেকে পরিক্ষামূলকভাবে চালিভাঙ্গা ক্রিকেট স্টেডিয়াম ও রাধানগর মেলবোর্ন স্টেডিয়াম খেত মাঠে সফলভাবে ৪ টি ম্যাচের আয়োজন করা হয়, যা এমপিএলে ভিন্নমাত্রা যোগ হয়। . এমপিএল সিজন-৩ এর খেলাগুলো ছিলো খুবই উত্তেজনাপূর্ণ, A ও B দুটি গ্রুপে লটারীর মাধ্যমে ভাগ করে ৪ টি করে দল নিয়ে গ্রুপ পর্বের খেলা শুরু হয়। B গ্রুপ থেকে সর্বোচ্চ ৩ টি জয় নিয়ে চালিভাঙ্গা আইলেন্ড চ্যালেন্জার্স ও দুটি জয় নিয়ে লুটেরচর সুপার কিংস সেমি ফাইনাল নিশ্চিত করে। A গ্রুপ থেকে সমান ২ টি করে জয় পায় মানিকার চর রয়েল স্টাইকার্স, গোবিন্দপুর গ্লাডিয়েটর্স ও রাধানগর রাইডার্স। পরবর্তীতে নেট রান রেট ব্যবধান বেশী নিয়ে সেমি নিশ্চিত করে মানিকার চর রয়েল স্টাইকার্স ও গোবিন্দপুর গ্লাডিয়েটর্স ফলে গ্রুপ পর্ব থেকেই বাদ পরে রাধানগর রাইডার্স। . ১ম সেমিফাইনালে মানিকার চর রয়েল স্টাইকার্স বনাম লুটের চর সুপার কিংসের খেলায় স্টাইকার্স ব্যাটসম্যান নাজুমলের দূর্দান্ত সেঞ্চুরিতে বিশাল স্কোর পায় মানিকার চর রয়েল স্টাইকার্স। রানের পাহাড়ে চাপা পড়ে শেষ পর্যন্ত পেড়ে উঠেনি লুটেরচর সুপার কিংস। ২য় সেমিফাইনালে চালিভাঙ্গা আইল্যান্ড চ্যালেঞ্জার্স বনাম গোবিন্দপুর গ্লাডিয়েটর্সের খেলায় চ্যালেঞ্জার্স অধিনায়ক জাতীয় অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় রাকিবের দূর্দান্ত ব্যাটিংয়ে বিশাল স্কোর দাড় করায় চালিভাঙ্গা। কিন্তুু জবাব দিতে নেমে গোবিন্দপুর ব্যাটসম্যান গেইল খ্যাত মাসুদের বিস্ফোরক ইনিংসে মাত্র ১২.৩ ওভারে জয় ছিনিয়ে ফাইনালে যায় গোবিন্দপুর। জমকালো ফাইনালে মানিকার চর রয়েল স্টাইকার্সকে হারিয়ে টানা দ্বিতিয়বার চ্যাম্পিয়ন হয় গবিন্দপুর গ্লাডিয়েট্রর্স। 

# সদস্যের নাম মোট অনুদান

স্বেচ্ছাসেবক হোন