আমাদের প্রকল্পসমূহ

জাতীয় দিবসসমূহ উদযাপনে

<br />
<b>Notice</b>:  Undefined index: title in <b>/home/amramegh/public_html/resources/views/projects/show.php</b> on line <b>27</b><br />

“আমরা মেঘনাবাসী” প্রতি বৎসরই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শোক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পহেলা বৈশাখসহ বিভিন্ন দিবসসমূহ পালন এবং উক্ত দিবসগুলোতে বর্ণাঢ্য র‌্যালীরও আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর’১৮ “চার পাশে ময়লা নাই, এমন একটি দেশ চাই” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে “পরিবর্তন চাই” সংগঠনের উদ্যোগে “আমরা মেঘনাবাসী” আয়োজন করে “দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৮”। বাংলাদেশের সকল উপজেলার ন্যায় মেঘনা উপজেলায়ও একই সময়ে দিবসটি উদযাপিত হয়। এই পরিষ্কার করি দিবসে মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন এর নেতৃত্বে মানিকার চর বাজারের ব্রীজ থেকে মানিকার চর গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পরিষ্কারে অংশগ্রহণ করে মানিকার চর সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয় ও মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ঝাড়– হাতে রাস্তা পরিষ্কারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতার জানান দেয়া হয় মেঘনাবাসীকে। পরিষ্কার অভিযান শেষে অংশগ্রহনকারী প্রত্যেককে একটি করে সনদ দেয়া হয়।

# সদস্যের নাম মোট অনুদান

স্বেচ্ছাসেবক হোন