মেঘনার আনাচে কানাচে প্রতিনিয়ত ঘটে যাওয়া সংগঠিত অপরাধের বেশিরভাগ অপরাধীরাই ক্ষমতার বলে পাড় পেয়ে যায়। অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারায় প্রতিনিয়ত বেড়েই চলছে অপরাধ প্রবণতা। সেই উদ্যোগ থেকেই মেঘনার মেয়ে মনিকা ও মুক্তা হত্যার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকার জনসাধারণকে নিয়ে ২০১৬ সালের ৩ জুলাই বড়কান্দা চৌরাস্তায় একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনে মেঘনাবাসীর সকল স্তরের জনগণ অংশগ্রহণ করে।
অনুদান দেখুন# | সদস্যের নাম | মোট অনুদান |
---|