“আমরা মেঘনাবাসী” কর্তৃক ২০১৪ ও ২০১৬ সালে আয়োজিত বিনামূল্যে চক্ষুশিবির ও ছানি অপারেশন কার্যক্রম মেঘনায় প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৬ অক্টোবর লায়ন্স ক্লাবের সহয়তায় সারাদিন ব্যাপী বিনামূল্যে প্রায় ছয়শত জনকে চক্ষু চিকিৎসা, বিনামূল্যে ঔষধ বিতরন, ডায়াবেটিস রোগ নির্ণয়সহ প্রায় ৫০জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হয়। “আমরা মেঘনাবাসীর এই বিনামূল্যে চক্ষু শিবির মেঘনাবাসীর কাছে প্রশংসার দাবি রাখে।
অনুদান দেখুন# | সদস্যের নাম | মোট অনুদান |
---|