আমাদের প্রকল্পসমূহ

মেঘনাবাসী প্রিমিয়ার লীগ (এমপিএল) সিজন-০২

<br />
<b>Notice</b>:  Undefined index: title in <b>/home/amramegh/public_html/resources/views/projects/show.php</b> on line <b>27</b><br />

“মেঘনাবাসী প্রিমিয়ার লীগ” (এমপিএল) প্রথম আসর খেলা প্রেমিক মেঘনাবাসী তরুণদের মাঝে অভুতপূর্ব সাড়া পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় জাহিদ রেন্ট এ কারের সৌজন্যে “আমরা মেঘনাবাসী” কর্তৃক দ্বিতীয়বারের মত আয়োজন করা হয় “মেঘনাবাসী প্রিমিয়ার লীগ” (এমপিএল) সিজন-০২। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের ২৪ নভেম্বর পর্দা উঠে “মেঘনাবাসী প্রিমিয়ার লীগ” দ্বিতীয় আসরের। পূর্বের ন্যায় মেঘনা উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৮টি দলের অংশগ্রহণে “মেঘনাবাসী প্রিমিয়ার লীগ” সিজন-২ পরিচালিত হয়। ২০১৮ সালের ৯মার্চ রাধানগর রাইডার্স ও গোবিন্দপুর গø্যাডিয়েটর্স এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাধানগর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে “মেঘনাবাসী প্রিমিয়ার লীগ” সিজন-২ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোবিন্দপুর গø্যাডিয়েটর্স। উক্ত টুর্ণামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব তাজুল ইসলাম তাজ। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, ড্যাফোডিল গ্রæপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, আরবি বিশ্ববিদ্যারয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া প্রমূখ। মেঘনাবাসী প্রিমিয়ার লীগ সিজন-০২ এর পরিচালনায় ছিলেন: আমজাদ হোসেন, আলম শাহ অয়ন, সজীব খান, আবীর হসান সোহেল, জসিম উদ্দিন খান, জাকির হোসেন, মোহাম্মদ সবুজ, বেলাল হোসেন, আজাদ আবুল কালাম, জিএম আক্তার, ইসমাঈল ফারুকসহ আরও অনেকে। এছাড়াও পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

# সদস্যের নাম মোট অনুদান

স্বেচ্ছাসেবক হোন