“সাইকেলের সাইরেনে বাজে মাদকবিরোধী বাঁশি, মাদকমুক্ত হোক মেঘনাবাসী” এই শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় “মাদক বিরোধী সাইকেল র্যালী-২০১৭”। “মাদককে না বলুন” শপথবাক্য পাঠ শেষে উপজেলা চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে মেঘনার প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীতে প্রায় ২০০ জন সাইক্লিস্ট অংশ নেয়। উক্ত র্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, “আমরা মেঘনাবাসী” গ্রæপের প্রধান উপদেষ্টা ও ড্যাফোডিল গ্রæপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, আরবি বিশ্ববিদ্যারয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান ভ‚ইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও বিডি সাইক্লিস্টের অন্যতম সদস্য ফাহিম খান উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন। এ সময় সাইক্লিস্টগণ প্রত্যেকে মাদক বিরোধী শ্লোগান সম্বলিত পাখা ও লিফলেট বিতরণ করে। এই র্যালীর উদ্দেশ্য মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে জাগ্রত করা, তরুণ প্রজন্মকে মাদকের কুফল সর্ম্পকে জানানো, যারা মাদক সেবন করে তাদেরেকে মাদক ছাড়তে উৎসাহিত করা এবং সর্বোপরি মাদক নির্মূলের জন্য জনসচেতনতা ও জনমত গড়ে তোলা।
অনুদান দেখুন# | সদস্যের নাম | মোট অনুদান |
---|