আমাদের প্রকল্পসমূহ

বিনামূল্যে চক্ষুশিবির ২

<br />
<b>Notice</b>:  Undefined index: title in <b>/home/amramegh/public_html/resources/views/projects/show.php</b> on line <b>27</b><br />

২০১৪ সালে বিনামূল্যে চক্ষুশিবির মেঘনার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তাই মেঘনার সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম ২০১৬। ১৯ নভেম্বর ২০১৬ সালে কুমিল্লা চক্ষু হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপক্ষে এই সেবা দেওয়া হয়। এতে ৫৫ জন রোগীকে বিনামূল্যে ছানী অপারেশনের জন্য কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাতায়াত থেকে শুরু করে ঔষধ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এবং সফলভাবে ছানী অপারেশন করা হয়। ৭৭ জন রোগীকে পাওয়ার সম্বলিত চশমাসহ মোট ৫১৫ জন রোগীকে সেবা প্রদান করা হয়।

# সদস্যের নাম মোট অনুদান

স্বেচ্ছাসেবক হোন