আমাদের প্রকল্পসমূহ

বিনামূল্যে চক্ষু শিবির-(০১)

<br />
<b>Notice</b>:  Undefined index: title in <b>/home/amramegh/public_html/resources/views/projects/show.php</b> on line <b>27</b><br />

২০১৪ সালের ৯ই ডিসেম্বর বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির (কুমিল্লা) সহায়তায় ও “আমরা মেঘনাবাসী'র উদ্যোগে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমটি পরিচালিত হয়। মেঘনা উপজেলায় এটিই ছিলো সম্পূর্ণ বিনামূল্যে প্রথম কোন বড় ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম। উক্ত চক্ষুসেবা কার্যক্রমটিতে রোগীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৫০ জন স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ৫০০ জন রোগীকে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এর মধ্যে ৮০ জন রোগীকে বিনামূল্যে পাওয়ার সম্বলিত চশমা প্রদানসহ ৫০ জন ছানিপড়া রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে কুমিল্লা নিয়ে গিয়ে ছানি অপারেশন করানো হয়। এই সফল কার্যক্রমের পর পরই "আমরা মেঘনাবাসী'র" উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক "আই ক্যাম্প" নামে চক্ষুসেবা খোলা হয়। এবং ২০১৪ সালের ১৮ই ডিসেম্বর রাধানগর ইউনিয়নের মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ করা হয়।

# সদস্যের নাম মোট অনুদান

স্বেচ্ছাসেবক হোন