আমাদের প্রকল্পসমূহ

মেঘনাবাসী প্রিমিয়ার লীগ সিজন-০১

<br />
<b>Notice</b>:  Undefined index: title in <b>/home/amramegh/public_html/resources/views/projects/show.php</b> on line <b>27</b><br />

সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই একটি জাতি এগিয়ে যায়। ক্রীড়া যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখে। খেলাধুলা একদিকে যেমন শক্তি ও সাহস দেয় অন্যদিকে তা প্রেরণার উৎসও বটে। একজন দক্ষ ও প্রতিভাবান খেলোয়ার দেশ ও সমাজের জন্য গৌরব বয়ে আনতে পারে। সেই চিন্তা ও চেতনা থেকেই ২০১৬ সালের বিজয় দিবসকে সামনে রেখে আমরা মেঘনাবাসী’র উদ্যোগে এবং মেঘনা উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বারের মত আয়োজন হয় “মেঘনাবাসী প্রিমিয়ার লীগ”(এমপিএল)। মেঘনা উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত ৮ টি দল নিয়ে ২মাস ব্যাপী এই টুর্নামেন্ট পরিচালনা করা হয়। ১৮ নভেম্বর’১৬ তে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমরা মেঘনাবাসী'র” প্রধান উপদেষ্টা এবং ড্যাফোডিল গ্রæপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুজ্জামান, আরবি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক জনাব মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় দুই হাজার দর্শকের উপস্থিতিতে সকল দলের সুসজ্জিত ইউনিফর্মসহ সাজানো উদ্বোধনী অনুষ্ঠান মেঘনাবাসীকে চমকে দিয়ে আলোড়ন সৃষ্ঠি করে। উক্ত টুর্নামেন্টে রাধানগর রাইডার্স ও গোবিন্দপুর গø্যাডিয়েটর্স মধ্যে ফাইনাল ম্যাচে রাধানগর রাইডার্স, গোবিন্দপুর গø্যাডিয়েটর্সকে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেঘনাবাসী প্রিমিয়ার লীগ সিজন-০১ এর পরিচালনায় ছিলেন: আমজাদ হোসেন, আলম শাহ অয়ন, সজীব খান, আবীর হাসান সোহেল, জসিম উদ্দিন খান, জাকির হোসেন, মোহাম্মদ সবুজ, বেলাল হোসেন, আজাদ আবুল কালাম, জিএম আক্তার, ইসমাঈল ফারুকসহ আরও অনেকে।

# সদস্যের নাম মোট অনুদান

স্বেচ্ছাসেবক হোন