Amra Meghnabashi Admin 1 May 17 (Sunday), 2020
'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে', এই শ্লোগানকে ধারণ করে করোনা ভাইরাসের কারণে কুমিল্লার মেঘনা উপজেলার কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে 'মেঘনাবাসী সামাজিক সংগঠন'। করোনা দুর্যোগকালীন অসহায় শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে ইতোমধ্যেই সংগঠনের উদ্যোগে 'মেঘনাবাসী করোনা ক্রাইসিস ফান্ড' নামে একটি সহায়তা তহবিল গঠন করা হয়েছে। সামাজিক দূরত্বের বাধ্যবাধকতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তহবিলের ঘোষণা দেওয়ার পর দলমত নির্বিশেষে মেঘনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাহায্য দিতে এগিয়ে আসেন। মেঘনাবাসী করোনা ক্রাইসিস ফান্ড থেকে সংগঠনের সেচ্ছাসেবকরা গত ১১ ও ১২ এপ্রিল মেঘনার প্রতিটি গ্রামের নিম্ন আয়ের পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এর যুক্ত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, অ্যাডিশনাল ডি আই জি গাজি মোজাম্মেল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসীরা। এই উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, দুইজন ভাইস চেয়ারম্যান, ইউএনও এবং স্থানীয় থানার ওসি। মেঘনাবাসী করোনা ক্রাইসিস ফান্ডের সমন্বয়ক ও ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান বলেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগীতায় আমরা প্রায় ২০৭৩টি অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী দিতে পেরেছি। তিনি এই ফান্ডে অনুদান প্রদানকারীদের ধন্যবাদ জানান এবং সাধ্যমতো সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।